পোস্তগোলা–সূত্রাপুর সড়কের বেহাল দশায় দুর্ভোগে জনজীবন

পোস্তগোলা থেকে সূত্রাপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা চরম ভোগান্তিতে ফেলেছে এলাকাবাসীকে। ২০২৪ সালের পুরোনো ভাঙাচোরা এই সড়কে কোথাও বড় গর্ত, কোথাও ভাঙা ড্রেনের মুখ—এমন বিপজ্জনক অবস্থায় প্রতিদিনই ঘটছে অসংখ্য দুর্ঘটনা।
শিক্ষার্থী ও কর্মজীবীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না, ফলে নষ্ট হচ্ছে মূল্যবান সময়। ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে—পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে, ফলে হচ্ছে আর্থিক ক্ষতি।
উন্মুক্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে বর্ষায় জমে থাকা নোংরা পানি দুর্গন্ধ ছড়াচ্ছে, যা এলাকাবাসীর স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
ছবি: পলাশ শিকদার
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এলাকাবাসীর জোর দাবি—দ্রুত সময়ের মধ্যে রাস্তার সংস্কারকাজ সম্পন্ন করা হোক, যাতে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন।
মন্তব্য করুন