জামায়াতের পিআর আন্দোলন ‘রাজনৈতিক প্রতারণা’: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নিয়ে করা আন্দোলন আসলে “একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা” ছাড়া আর কিছু নয়। তিনি দাবি করেন, গণ–অভ্যুত্থানের পর গঠিত ঐকমত্য কমিশনের আসল সংস্কার আলোচনাকে ভিন্নখাতে নেওয়ার জন্যই এই ইস্যু সামনে আনা হয়েছে।
রবিবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র ও সংবিধানের কাঠামোগত সংস্কারের যে জাতীয় প্রত্যাশা ছিল, জামায়াত তা ছিনতাই করেছে। তাঁদের উদ্দেশ্য ছিল সংস্কার নয়; বরং পিআর ইস্যুকে “ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের দর–কষাকষির হাতিয়ার” বানানো।
তিনি অভিযোগ করেন, জামায়াত জুলাই অভ্যুত্থানের আগে বা পরে কোনো দিনই সংস্কার আলোচনায় যুক্ত হয়নি, কোনো কার্যকর প্রস্তাব দেয়নি বা সাংবিধানিক দৃষ্টিভঙ্গিও উপস্থাপন করেনি। বরং সংস্কারের ছদ্মবেশে তারা “কৌশলগত অনুপ্রবেশ” ঘটিয়েছে।
নাহিদ ইসলাম বলেন, প্রকৃত সংস্কারের অংশ হিসেবে ভোটের আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার প্রস্তাব ছিল একটি গভীর ও মৌলিক দাবি। কিন্তু জামায়াত ও তাদের সহযোগীরা তা বিকৃত করে কেবল একটি পিআর আন্দোলনে রূপ দিয়েছে, যা ঐতিহাসিক প্রেক্ষাপট ও জনগণের প্রত্যাশাকে সংকুচিত করছে।
তিনি আরও বলেন, “আজ জনগণ এই প্রতারণা বুঝে গেছে। তারা সত্যের পক্ষে অবস্থান নিয়েছে। আর কোনো দিন অসৎ, সুযোগসন্ধানী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে ক্ষমতায় আসতে দেবে না।”
নাহিদ ইসলামের মন্তব্যে পরিষ্কার হয়েছে—এনসিপির মতে জামায়াতের পিআর আন্দোলনের লক্ষ্য রাষ্ট্রীয় সংস্কার নয়, বরং রাজনৈতিক সুবিধা আদায়।
মন্তব্য করুন