logo
  • শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

মির্জা ফখরুল

জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক, অবিবেচনাপ্রসূত

অনলাইন ডেস্ক
  ৩০ অক্টোবর ২০২৫, ১৫:০১
জাগতিক

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশকে “একপেশে” এবং “জাতির ওপর চাপিয়ে দেওয়া” বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশে সব পক্ষের মতামত প্রতিফলিত হয়নি। এটি একতরফাভাবে তৈরি এবং জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।”

তিনি জানান, প্রয়োজনে বিএনপি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করবে। বিএনপির মহাসচিব বলেন, “আমরা চাই, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া হোক সর্বজনীন ঐক্যের ভিত্তিতে, কোনো পক্ষপাতমূলকভাবে নয়।”

মির্জা ফখরুল জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের প্রস্তাবকে অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত বলে উল্লেখ করেন। তাঁর ভাষায়, “নির্বাচনের আগে গণভোটের কোনো যৌক্তিকতা নেই। এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত একটি সিদ্ধান্ত।”

গত মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করে। এই বিষয়ে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতিবাচক প্রতিক্রিয়া জানালেও বিএনপি তীব্র আপত্তি জানিয়েছে।

বিএনপি বলছে, কমিশনের সুপারিশে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য ও ভিন্নমত উপেক্ষা করা হয়েছে, যা ভবিষ্যতে জাতীয় ঐক্যের পথে বাধা তৈরি করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আগামীকালকের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জামায়াতের
অফিসে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান বহাল, জুলাই সনদে ক্ষুব্ধ বিএনপি
অন্তর্বর্তী সরকার কোনো আদেশ জারির ক্ষমতা রাখে না
চাঁদাবাজ ও দখলদারদের জন্য বিএনপির দরজা বন্ধ: রিজভী
12