নিরাপত্তা বাড়াতে এসবি ও ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছে ইসি
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ভবনের (নির্বাচন ভবন) নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে কমিশন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস সালাম স্বাক্ষরিত পৃথক চিঠি স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৫ অক্টোবর (শনিবার) রাত ১১টা ১০ মিনিটে কিছু দুষ্কৃতিকারী নির্বাচন ভবনের সামনের ভাস্কর্যের সামনে একটি ‘ককটেল’ বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ভবনটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
ইসি জানায়, অফিস সময়ের পর ও ছুটির দিনে ভবনের চারপাশে নানা ব্যবসায়িক কার্যক্রম চলায় নিরাপত্তা ঝুঁকি আরও বেড়েছে।
এ অবস্থায় সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এসব কার্যক্রম বন্ধ রাখা এবং পুলিশ টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন





