logo
  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

৯ মাস পর আবার খুলছে সেন্ট মার্টিন, পর্যটকদের মানতে হবে ১২ নির্দেশনা

অনলাইন ডেস্ক
  ২৯ অক্টোবর ২০২৫, ১৪:০৯

৯ মাস পর আবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আগামী ১ নভেম্বর থেকে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপটি ভ্রমণের সুযোগ পাবেন। তবে তাদের মানতে হবে সরকারের জারি করা ১২টি কঠোর নির্দেশনা।

বঙ্গোপসাগরের বুকে অবস্থিত আট বর্গকিলোমিটার আয়তনের এই প্রবাল দ্বীপে গত ১ ফেব্রুয়ারি থেকে পর্যটক যাতায়াত বন্ধ ছিল। এবার নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস দ্বীপে ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, নভেম্বরে শুধুমাত্র দিনের বেলায় ভ্রমণের অনুমতি থাকবে। রাতে থাকা যাবে না। তবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে পর্যটকেরা রাতযাপন করতে পারবেন। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে আবারও ৯ মাসের জন্য পর্যটক প্রবেশ বন্ধ থাকবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা ১২ নির্দেশনার মধ্যে রয়েছে—

  • অনুমোদন ছাড়া কোনো নৌযান চলাচল নিষিদ্ধ।
  • টিকিট কিনতে হবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েবসাইট থেকে।
  • টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকতে হবে।
  • সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি নিষিদ্ধ।
  • মোটরসাইকেল, সি-বাইকসহ যেকোনো মোটরচালিত যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ।
  • কেয়াবনে প্রবেশ বা ফল সংগ্রহ, শামুক–ঝিনুক ও জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না।
  • পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক বহন নিষিদ্ধ।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান জানিয়েছেন, দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এবার টেকনাফ নয়, বরং কক্সবাজার শহর থেকে জাহাজে করে পর্যটকদের সেন্ট মার্টিনে নেওয়া হবে।

‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বলেন, বিআইডব্লিউটিএর অনুমোদন পেলে নভেম্বরের প্রথম সপ্তাহেই জাহাজ চলাচল শুরু হবে। গত মৌসুমে তিন মাসে প্রায় ১ লাখ ২০ হাজার পর্যটক দ্বীপটি ভ্রমণ করেছিলেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, গত ৯ মাসে পর্যটক না থাকায় সেন্ট মার্টিনের পরিবেশে ব্যাপক পরিবর্তন এসেছে। সৈকতে শামুক-ঝিনুক ও লাল কাঁকড়ার সংখ্যা বেড়েছে। মা কাছিমের ডিম পাড়ার পরিবেশও তৈরি হয়েছে।

তবে পর্যটক না থাকায় দ্বীপের ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় হোটেল–রেস্তোরাঁ মালিকরা। তাঁরা নভেম্বর মাসেও রাতযাপনের অনুমতি দেওয়ার দাবি করেছেন।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. জমির উদ্দিন জানান, দ্বীপে পানীয় জলের সংকট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, বনায়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে শত কোটি টাকার একাধিক প্রকল্পের কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে এসব প্রকল্প শেষ হলে স্থানীয় মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

দীর্ঘ বিরতির পর আবার পর্যটকদের আগমনে দ্বীপে প্রাণ ফিরবে—এমনটাই আশা করছেন স্থানীয় বাসিন্দারা। তবে পরিবেশবিদদের মতে, “দ্বীপ বাঁচাতে পর্যটন হতে হবে নিয়ন্ত্রিত ও দায়িত্বশীল।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
নয় মাস পর খুলছে সেন্ট মার্টিন দ্বীপ, সীমিত পর্যটনে ১২টি নির্দেশনা
১ নভেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে সেন্ট মার্টিন, ইনানী থেকে জাহাজ চলবে না
কবে থেকে সেন্ট মার্টিনে যেতে পারবেন পর্যটকরা জানালেন পরিবেশ উপদেষ্টা
সেন্ট মার্টিন ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা শুরু শনিবার
12