ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত তিন দিনের রিমান্ডে
সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বুধবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে চকবাজার থানার সাইবার সুরক্ষা অধ্যাদেশে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাজাহান সিরাজ তিন দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি দেয়, আর আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন জানায়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত রিমান্ড মঞ্জুর করেন।
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাইবার বুলিংয়ের অভিযোগে গত ২১ অক্টোবর রাতে বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভে নামে একদল শিক্ষার্থী। তাদের দাবির পরই চকবাজার থানা পুলিশ শ্রীশান্তকে হেফাজতে নেয়। পরদিন বুয়েটের নিরাপত্তা কর্মকর্তা আফগান হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে কারাগারে পাঠায়।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামি আহসান উল্লাহ হলে অবস্থান করে ‘উইকলি সার্ভিস’ নামের একটি ছদ্মনাম ব্যবহার করে ফেসবুকে মুসলিম নারী ও ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। ২০২৫ সালের ৮ জুন থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এই আইডি থেকে একাধিক অশ্লীল ও বিদ্বেষমূলক পোস্ট দেওয়া হয়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, শ্রীশান্তের পোস্টগুলো বুয়েটের অন্যান্য শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে।
চকবাজার থানায় দায়ের করা মামলাটি সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৩–এর অধীনে তদন্তাধীন রয়েছে। তদন্ত কর্মকর্তারা জানান, আসামির মোবাইল ও ডিজিটাল ডিভাইস থেকে প্রমাণ সংগ্রহের কাজ চলছে।
বিচারকের আদেশে এখন শ্রীশান্তকে তিন দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে নিশ্চিত করেছে তদন্ত সংস্থা।
মন্তব্য করুন

