logo
  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

শব্দের চেয়ে তিনগুণ গতির পারমাণবিক মিসাইল তৈরির ঘোষণা পুতিনের

অনলাইন ডেস্ক
  ০৫ নভেম্বর ২০২৫, ২০:৪৩

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, নতুন প্রজন্মের একটি পারমাণবিক ক্রুজ মিসাইল তৈরির কাজ শুরু হয়েছে। ওই ক্ষেপণাস্ত্র শব্দের গতির তুলনায় তিনগুণ বেশি গতিশীল হবে।

তিনি এই কথা বলেন মস্কোতে একটি রাষ্ট্রীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে। সেখানে বুরেভেস্তনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও পোসেইডন মানববিহীন ডুবোযান নির্মাণে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের পুরস্কৃত করা হয়।

পুতিন আরো বলেন, রাশিয়া বুরেভেস্তনিক ও পোসেইডনের ওপর ভিত্তি করে আরও শক্তিশালী অস্ত্র তৈরি করছে। নতুন ক্রুজ মিসাইল ভবিষ্যতে হাইপারসনিক স্তরে পৌঁছাতে সক্ষম হবে।

তবে তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া কোনো দেশের জন্য হুমকি নয়। অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতোই নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করা হচ্ছে।

পুতিন বলেন, বুরেভেস্তনিক উন্নয়ন রাশিয়ার জনগণের নিরাপত্তার জন্য ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এটি আগামী কয়েক দশকে কৌশলগত ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।

তিনি আরও জানান, এ বছর সার্মাত নামে একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে। পুতিনের বক্তব্যে বলা হয়েছে, আগামী বছর এটিকে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে।

ক্রেমলিন সূত্রে বলা হয়, গত মাসে বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রের সিদ্ধান্তমূলক পরীক্ষা সম্পন্ন হয়েছে। সেই পরীক্ষায় ক্ষেপণাস্ত্র প্রায় ১৫ ঘণ্টা উড়ে ১৪ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে — অভিজ্ঞতার মতোই দাবি করা হয়েছে।

২০১৮ সালে পুতিন প্রথম বুরেভেস্তনিক ও পোসেইডন অস্ত্রের কথা ঘোষণা করেন। তখন থেকেই রাশিয়ার এগুলোকে 'অসীম পাল্লার' ও কৌশলগত গুরুত্বসম্পন্ন হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
পারমাণবিক সুপার টর্পেডো ‘পোসেইডন’-এর সফল পরীক্ষা চালানোর দাবি রাশিয়ার
রাশিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১০, নিখোঁজ ১২
রাশিয়ার দুই তেল জায়ান্টের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
ট্রাম্পের শুল্কের ধাক্কায় রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি ভারত
12