logo
  • রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

কবে থেকে সেন্ট মার্টিনে যেতে পারবেন পর্যটকরা জানালেন পরিবেশ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর ২০২৫, ১৬:৫৮
ছবি: খালিদ আবিদ

আগামী ১ নভেম্বর থেকে আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, “১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্ট মার্টিন যেতে পারবেন। তবে সেখানে রাতযাপনের অনুমতি দেওয়া হবে কি না, তা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।”

এর আগে জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে নয় মাসের জন্য পর্যটক প্রবেশ বন্ধ ছিল দ্বীপটিতে।

দীর্ঘ সময় ধরে সেন্ট মার্টিনে পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় ব্যবসা ও পর্যটন খাত। জাহাজ চলাচল বন্ধ থাকায় জেটিঘাটে নেমে আসে নীরবতা, বেকার সময় কাটান শত শত কর্মচারী।

সরকার জানিয়েছে, সেন্ট মার্টিনকে ভবিষ্যতে “স্থানীয় জনগণনির্ভর পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র” হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে দ্বীপটির উন্নয়ন ও সংরক্ষণ কার্যক্রম জোরদার করা হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12