সেন্ট মার্টিন ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা শুরু শনিবার
কক্সবাজারের টেকনাফ উপকূলের সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত আগামী শনিবার থেকে ৯ মাসের জন্য বন্ধ থাকবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার পর্যন্ত পর্যটকরা দ্বীপটি ভ্রমণ করতে পারবেন।
সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা জানান, সাধারণত প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত পর্যটকরা সেখানে যাতায়াত করেন। তবে এবার ৩১ জানুয়ারি পর্যন্ত এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তারা মনে করছেন, অন্তত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্রমণের সুযোগ দেওয়া হলে ভালো হতো।
বর্তমানে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল করছে। এর আগে টেকনাফ-সেন্ট মার্টিন, ইনানী-সেন্ট মার্টিন, কক্সবাজার-সেন্ট মার্টিন ও চট্টগ্রাম-সেন্ট মার্টিন—এই চারটি নৌপথে জাহাজ চলাচল করত। তবে মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথ বন্ধ রয়েছে।
পরিবেশ সংরক্ষণের লক্ষ্যেই এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানা গেছে। সেন্ট মার্টিনে পর্যটকদের প্রবেশ বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্টরা কিছুটা বেশি ক্ষতির আশঙ্কা করছেন।
জাগতিক /এআর
মন্তব্য করুন





