logo
  • রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

সারাদেশে পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ, কেপিআই স্থাপনায় নজরদারি জোরদার

অনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর ২০২৫, ১৭:৩৯

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাবলীর পর সারাদেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা ‘কি পয়েন্ট ইনস্টলেশন’ (কেপিআই) লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পুলিশ সদর দপ্তর থেকে এই নির্দেশনা দেওয়া হয়। ইতোমধ্যে মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলা পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মাঠে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, কেপিআই এলাকাগুলোতে অতিরিক্ত টহল, চেকপোস্ট বসানো এবং সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। জেলা পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় নিরাপত্তা তদারকি বৃদ্ধির দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, “গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সারা বছরই নিরাপত্তা জোরদারের নির্দেশনা থাকে। বর্তমান পরিস্থিতিতে পুলিশ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলো সমন্বিতভাবে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছে।”

বাংলাদেশে বর্তমানে বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ, বিমানবন্দর, সচিবালয়, বিটিভি, কারাগার ও বিদ্যুৎকেন্দ্রসহ মোট ৫৮৭টি স্থাপনা কেপিআই হিসেবে চিহ্নিত। এসব স্থাপনাকে কেন্দ্র করে যেকোনো ধরনের হামলা বা নাশকতা প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ইতালির উদিন শহরে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ: পুলিশের সঙ্গে সংঘর্ষ
গোপালগঞ্জ থেকে ঢাকায় এসে গ্রেপ্তার ১১ ছাত্রলীগ নেতা-কর্মী: ডিবি পুলিশ
জুলাই অভ্যুত্থানে ৩ লাখ গুলি ছোড়ে পুলিশ, ঢাকায় ৯৫ হাজার রাউন্ড
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ
12