নেত্রকোনার কেন্দুয়ায় ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ধানক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (১৯ অক্টোবর) ভোররাতে আশুজিয়া ইউনিয়নের হাসুয়ারী গ্রামের ধানক্ষেতে মরদেহটি দেখতে পান স্থানীয় কয়েকজন। মৃত যুবকের নাম মারুফ হাসান (২৫)। তিনি একই গ্রামের হাদিস মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক পৌনে ২টার দিকে সাইডুলী নদী থেকে মাছ ধরে ফেরার পথে কয়েকজন গ্রামবাসী রাস্তায় পড়ে থাকা মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। পরে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পরিবার জানায়, ১৮ অক্টোবর রাত ৮টার দিকে মারুফ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। পুলিশ বলেছে, তদন্ত চলছে।
মন্তব্য করুন