logo
  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

গোপালগঞ্জ থেকে ঢাকায় এসে গ্রেপ্তার ১১ ছাত্রলীগ নেতা-কর্মী: ডিবি পুলিশ

অনলাইন ডেস্ক
  ০৮ অক্টোবর ২০২৫, ১৬:২১

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের ১১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ।

গতকাল মঙ্গলবার এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে আসা এই ব্যক্তিরা ঢাকায় এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা ও নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার পরিকল্পনা করছিলেন। গ্রেপ্তারদের মধ্যে সাতজন স্থানীয় পর্যায়ের ছাত্রলীগ নেতা এবং বাকিরা কর্মী হিসেবে পরিচিত।

ডিবি সূত্র জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12