১৭৬.৫ কিলোমিটার গতিতে বোলিং করেছেন স্টার্ক!

আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির ডেলিভারির রেকর্ডটি পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারের দখলে। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১৬১.৩ কিলোমিটার গতিতে বল ছুড়ে ইতিহাস গড়েছিলেন তিনি। দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেই রেকর্ড আজও অটুট।
রোববার (১৯ অক্টোবর) ভারতের বিপক্ষে এক ডেলিভারিতে আবারও গতির ঝড় তুলেছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। টিভি সম্প্রচারে তার এক বলের গতি দেখানো হয় ঘণ্টায় ১৭৬.৫ কিলোমিটার, অর্থাৎ ঘণ্টায় প্রায় ১০৯ মাইল। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আলোড়ন—শোয়েব আখতারের রেকর্ড কি তবে ভেঙে ফেললেন স্টার্ক?
তবে বাস্তবে এত দ্রুতগতির বল করেননি স্টার্ক। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, এটি ছিল সম্প্রচারের গ্রাফিকসের ভুল। অন্যান্য সম্প্রচারকারী সংস্থার তথ্যমতে, সেই ডেলিভারির প্রকৃত গতি ছিল ১৪০.৮ কিলোমিটার/ঘণ্টা। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজও তাদের ধারাবিবরণীতে একই তথ্য জানিয়েছে।
নিউজ ১৮ আরও জানায়, বাস্তবে ১৭৬ কিলোমিটার গতিতে বল করা সম্ভব নয়। মানবদেহের বায়োমেকানিকস বিষয়ক গবেষণা অনুযায়ী, সর্বোচ্চ নিক্ষেপ গতি ১৭৪–১৭৭ কিলোমিটার/ঘণ্টার মধ্যে হতে পারে, সেটিও বেসবলে—যেখানে বল ছোড়ার পদ্ধতি ক্রিকেটের তুলনায় ভিন্ন ও সহজতর। ক্রিকেটের জটিল বোলিং অ্যাকশনে সেই গতি অর্জন করা প্রায় অসম্ভব।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ১৭৬.৫ কিলোমিটার দেখানো আসলে একটি প্রযুক্তিগত বা মানবীয় ত্রুটি। এটি হতে পারে রাডারের ভুল সামঞ্জস্য, সফটওয়্যার বা সেন্সর ত্রুটি, কিংবা সম্প্রচারের গ্রাফিকসে কোনো ভুলের কারণে।
মন্তব্য করুন