আবাহনীর হারের দিনে মোহামেডানের ড্র

২২ দিন বিরতির পর আবারও মাঠে গড়িয়েছে বাংলাদেশ ফুটবল লিগ। রোববার (১৯ অক্টোবর) দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনের খেলায় বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ড্র করেছে বাংলাদেশ পুলিশের সঙ্গে, আর রানার্সআপ আবাহনী লিমিটেড হেরেছে ব্রাদার্স ইউনিয়নের কাছে।
প্রথম রাউন্ডেও ভালো শুরু করতে পারেনি ঢাকার এই দুই ঐতিহ্যবাহী দল। ফর্টিস এফসির বিপক্ষে ২–০ গোলে হেরেছিল মোহামেডান, আর রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে ড্র করেছিল আবাহনী। ফলে দুই রাউন্ড শেষে দু’দলই জয়হীন, এবং তাদের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট করে।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশের বিপক্ষে ম্যাচে ১৯ মিনিটে রহিম উদ্দিনের গোলে এগিয়ে যায় মোহামেডান। তবে দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে পুলিশের শেখ বাবলু সমতা ফেরান, ফলে ম্যাচটি ১-১ ড্র হয়।
অন্যদিকে কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই বিপাকে পড়ে আবাহনী। ম্যাচের চতুর্থ মিনিটেই নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তা ব্রাদার্সকে এগিয়ে দেন। পরে ৫৮ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস গানেস সিলভা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মালিয়ান স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে একটি গোল পরিশোধ করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে আবাহনী।
এদিকে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে রহমতগঞ্জ ২-০ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবকে। দুই ম্যাচে রহমতগঞ্জের সংগ্রহ ৪ পয়েন্ট, আর পুলিশের পয়েন্টও সমান ৪।
মন্তব্য করুন