logo
  • রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

ফ্যাক্ট চেক

ঢাকার সদরঘাটে লঞ্চে আগুনের ভিডিওটি ২০২৩ সালের

অনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর ২০২৫, ১৮:০৮
লঞ্চে আগুনের এই ভিডিও ছড়িয়ে বলা হচ্ছে, এটি এখনকার ঘটনা। আসলে তা সত্যি নয়।

দেশে সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দাবি করা হচ্ছে, “ঢাকা সদরঘাটে লঞ্চে ভয়াবহ আগুন লেগেছে।” তবে যাচাই করে দেখা গেছে—ভিডিওটি নতুন নয়; এটি ২০২৩ সালের জুন মাসের পুরোনো ঘটনা।

রোববার (১৯ অক্টোবর) ফেসবুকের বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, সম্প্রতি শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর এবার সদরঘাটে লঞ্চে আগুন লাগল। এতে নাগরিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

ছবি: রিউমার স্ক্যানার

কিন্তু রিভার্স সার্চে জানা যায়, ভিডিওটি ২০২৩ সালের ৩০ জুন ঢাকার সদরঘাটে ‘ময়ূর–৭’ লঞ্চে আগুন লাগার সময় ধারণ করা। সেদিন লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে ভেড়ানো ছিল এবং এতে কোন যাত্রী ছিল না। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় মূলধারার সংবাদমাধ্যমগুলোতেও ঘটনাটি প্রকাশিত হয়েছিল।

সাম্প্রতিক সময়ে সদরঘাট এলাকায় নতুন করে কোনো লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও পুরোনো ভিডিওর ভিত্তিতে গুজব ছড়ানোর শামিল।

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের প্রেক্ষাপটে পুরোনো ভিডিও নতুন ঘটনার মতো ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। তাই যেকোনো তথ্য শেয়ার করার আগে সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
মুগ্ধ ও স্নিগ্ধকে নিয়ে বিভ্রান্তি, যা জানাল ফ্যাক্ট চেক
12