logo
  • বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
  ০২ জুলাই ২০২৫, ০৬:৩৯
সংগ্রহীত

‘জুলাই’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পুলিশ সদস্যের দেওয়া আপত্তিকর স্ট্যাটাসের প্রতিবাদে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টা থেকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে এ কর্মসূচি শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি, সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে তারা সড়ক ছাড়বেন না।

সরেজমিনে দেখা গেছে, বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নিয়েছেন। এ সময় তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। ফলে মহাসড়কের উভয় পাশে বাস, ট্রাকসহ সবধরনের যানবাহন আটকে পড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন বলেন, “বিষয়টি নিয়ে আমরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করছি।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া শাখার সদস্যসচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, কুষ্টিয়া ট্রাফিক পুলিশের সদস্য ফারজুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘জুলাই’ নিয়ে আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করেছেন। তিনি বলেন, “গত বছরের এই জুলাই মাসেই কুষ্টিয়ায় পুলিশ গুলি চালিয়ে ছাত্র-জনতার ওপর হত্যাযজ্ঞ চালিয়েছিল। আজ আবার এক পুলিশ সদস্য সেই ‘জুলাই’ নিয়ে কটাক্ষ করায় আমরা রাস্তায় নেমেছি। যতক্ষণ না তাকে গ্রেপ্তার করা হবে, ততক্ষণ আমরা মহাসড়ক ছাড়ব না।”

তিনি আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও আমাদের হুমকি দিয়ে যাচ্ছে। পুলিশ সেই সন্ত্রাসীদের দোসর হয়ে কাজ করছে। পুলিশ এখনো নিজেদের সংশোধন করেনি।”

এদিকে রাত ১০টার দিকে কুষ্টিয়া জেলা পুলিশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানায়, ‘জুলাই অভ্যুত্থানবিরোধী মন্তব্য করায় কনস্টেবল ফারজুল ইসলামের ছুটি বাতিল করে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।’

স্ট্যাটাসে আরও বলা হয়, ‘ইতোমধ্যেই কুষ্টিয়ার পুলিশ লাইনসহ সকল ইউনিটে এই বিষয়ে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে—রাষ্ট্র ও অভ্যুত্থানবিরোধী কোনো মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে না। কেউ এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে, রাত ১০টার পর ফারজুল ইসলাম তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে দাবি করেন, তার ফেসবুক আইডি সকালে হ্যাক হয়েছিল এবং আপত্তিকর পোস্টটি তিনি করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12