logo
  • রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

ফুলহামকে হারিয়ে শীর্ষ স্থান পুনরুদ্ধার করল আর্সেনাল

অনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর ২০২৫, ০৮:২২
আল জাজিরা

শনিবার আর্সেনাল ফুলহামের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় লাভ করে প্রিমিয়ার লিগে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে। লিওনড্রো ট্রসার্ড ৫৮ মিনিটে একমাত্র গোলটি করেন, যা আর্সেনালের জয় নিশ্চিত করে। ম্যাচের প্রথমার্ধে ফুলহাম বেশ আধিপত্য বিস্তার করলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের জয়সূচক গোলটি পায় আর্সেনাল।

দিনের অন্য খেলায়, ম্যান সিটি এভারটনকে ২-০ ব্যবধানে পরাজিত করে শীর্ষস্থানে চলে গিয়েছিল। কিন্তু আর্সেনালের এই জয় তারা আবার তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল। ম্যান সিটির জন্য এর্লিং হল্যান্ড দুই গোল করেন, যার মধ্যে একটি ছিল ৫৮ মিনিটে এবং দ্বিতীয়টি ৬৩ মিনিটে।

ফুলহামের আক্রমণ আর্সেনালের রক্ষণ ভেদ করতে পারেনি, এবং সিটির বিপক্ষে ভালো সুযোগের পরও এভারটন তাদের চেষ্টায় সফল হতে পারেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
১৬ বছর পর সেমিফাইনালে উঠেছে আর্সেনাল
এমিরেটস স্টেডিয়ামে রূপকথার রাত উপহার দিল আর্সেনাল
এভারটনের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল
১৮ বছরের প্রতীক্ষার পর পিএসভিকে ৭-১ গোলে উড়িয়ে প্রতিশোধ নিল আর্সেনাল
12