logo
  • বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

আমীর খসরু

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করা হবে

অনলাইন ডেস্ক
  ০৫ মার্চ ২০২৫, ১৫:৩০
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, "শুধু শেখ হাসিনা নন, আওয়ামী লীগের বাকি অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে।" তিনি জানান, নবনির্বাচিত সরকার এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিচার হবে।

বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, "আইনি বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। যারা অপরাধ করেছেন, তাদেরকে আইনের মুখোমুখি দাঁড়াতেই হবে।" তিনি আরও বলেন, "একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। স্বাধীন বিচার ব্যবস্থায় আস্থা থাকলে নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা উচিত নয়।"

আমীর খসরু দাবি করেন, নতুন সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং রাজনৈতিক প্রতিহিংসার বদলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনবে। তিনি বলেন, "অপরাধী যেই হোক, তার বিচার হবে। সরকার পরিবর্তন মানেই বিচার থেমে যাবে না।"

তিনি আরও উল্লেখ করেন, বিএনপি গণতন্ত্র, মানবাধিকার এবং স্বচ্ছ নির্বাচনের পক্ষে রয়েছে। এজন্য তারা বিচার বিভাগকে স্বাধীন করার পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসার বদলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তির নিশ্চয়তা দিতে চায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত এবং বিচার প্রক্রিয়া বিএনপির ভবিষ্যৎ নীতির গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ ধরনের বক্তব্যকে রাজনৈতিক প্রতিহিংসা এবং গণতান্ত্রিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা বলে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন এক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে পুরনো অপরাধের বিচার এবং নতুন সরকারের ভূমিকা নিয়ে বিতর্ক আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির
এ মাসেই চূড়ান্ত হবে বিএনপির ২০০ আসনের প্রার্থী
অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই নিরপেক্ষভাবে কাজ করতে হবে: আমীর খসরু
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আসিফ নজরুল
12