logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

গুলশান হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর

অনলাইন ডেস্ক
  ০৫ মার্চ ২০২৫, ১২:০২
ছবি: সংগৃহীত

গুলশান থানার একটি হত্যা মামলায় হাইকোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলেও শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই রাজধানীর গুলশান থানাধীন প্রগতি স্মরণী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী মো. আবু যর শেখ গুলিবিদ্ধ হন। পরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের মা ১৬ নভেম্বর গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।

এর আগে, গত বছরের ২৪ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকে তিনি একাধিক হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে রয়েছেন। উল্লেখ্য, গত ২০ জুলাই রাজধানীর বাড্ডা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যাকাণ্ডের মামলায়ও বিচারপতি মানিকসহ ছয়জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

এছাড়াও, ধানমন্ডি থানার কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায়ও বিচারপতি মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
হাইকোর্টে ৪৯ বেঞ্চ গঠন, রোববার থেকে বিচারকাজ শুরু
হাইকোর্টের বিতর্কিত বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি
সুপ্রিম কোর্টের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ, রাষ্ট্রপতির নির্বাহী আদেশ
সেই বিচারকের অভিশংসন চাইছেন ট্রাম্প, প্রধান বিচারপতির সতর্কতা
12