logo
  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২

সাগর-রুনি হত্যা মামলার বিচার দ্রুত শেষ করার দাবি ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের

অনলাইন ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১১
ছবি: সংগৃহীত

ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে প্যারিসে আয়োজিত একটি দোয়া মাহফিল ও আলোচনা সভায় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার দাবি জানানো হয়েছে। বক্তারা বলেন, ১৩ বছর পরেও এই হত্যা মামলার বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়নি এবং তারা দ্রুততম সময়ে এই মামলা শেষ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বক্তারা প্রশ্ন তোলেন, হত্যাকারীরা কি এতটাই শক্তিশালী যে রাষ্ট্র ও প্রশাসন তাদের সামনে পরাজিত হচ্ছে? তারা বলেন, এ হত্যাকাণ্ডের পেছনে সম্ভবত কোনো রহস্য রয়েছে, যার কারণে ১১৫ বার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে। বক্তারা সরকারের কাছে এই রহস্য উদঘাটন করার দাবি জানিয়েছেন।

ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী এবং সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেইন সাইফুল এর আয়োজনে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য দেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ফ্রান্স এর সভাপতি মান্নান আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক কোষাধ্যক্ষ কামারুজ্জামান কাজল, ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, এবং অন্যান্য সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বরা।

দোয়া মাহফিল পরিচালনা করেন এমসি ইন্সটিটিউটের পরিচালক মাওলানা বদরুল বিন হারুন।

এই মামলার বিচারিক কার্যক্রমের দীর্ঘসূত্রিতা এবং তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অসুবিধা নিয়ে ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাব উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুততার সঙ্গে সঠিক বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ফ্রান্সের অপেক্ষা আরও দীর্ঘ, কষ্টার্জিত জয়ে শীর্ষে জার্মানি
হোয়াইটওয়াশ এড়াতে লড়াই আজ বাংলাদেশের
২০ বছর পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক, আসছেন পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ খান চিমা
“আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। জাতি হিসেবে আমরা সেই পরিচয়কে ধরে রাখতে চাই।”
12