সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকিরের ছেলে সাফায়েত বিন জাকির গ্রেফতার
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলে সাফায়েত বিন জাকির (৩০) কে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে খিলগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুর দেড়টার দিকে দক্ষিণ বনশ্রী এলাকায় একটি বাসা থেকে সাফায়েত বিন জাকিরকে গ্রেফতার করা হয়।
ওসি মো. দাউদ হোসেন আরও জানান, সাফায়েতের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা এবং কুড়িগ্রাম জেলার রৌমারিতে তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এসব মামলা নিয়ে তদন্ত চলছে, এবং পুলিশ তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিচ্ছে।
এ ঘটনার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাফায়েতের বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহ করছে, এবং সংশ্লিষ্ট তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন





