অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার
শিক্ষার মান উন্নয়নে কাজ করবে সরকার, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নেও ব্যবস্থা নেওয়া হবে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার মান উন্নয়ন, তবে অবকাঠামোগত উন্নয়নেও কাজ করা হবে। তিনি জানান, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বিদ্যালয়গুলোর সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বরিশালের স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান, এবং বিদ্যালয়ে এক সিফটে চালানোর চেষ্টা করা হবে। তবে মানসম্মত পড়াশোনার বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি প্রকল্পের নামে টাকা নষ্ট না হওয়ার দিকে নজর রাখা হচ্ছে। সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, এবং বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
জাগতিক /এস আই
মন্তব্য করুন



