logo
  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

জামিন প্রদান নিয়ে হাইকোর্টের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি

অনলাইন ডেস্ক
  ২৮ অক্টোবর ২০২৫, ১৩:০০
জাগতিক

একদিনে বিপুল সংখ্যক জামিন দেওয়ার ঘটনায় হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

যেসব বিচারপতির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে তারা হলেন— বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি জাকির হোসেন।

বিষয়টি আলোচনায় আসে গত ২৩ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৈঠকে আলোচনায় উঠে আসে, সম্প্রতি উচ্চ আদালতের একটি বেঞ্চ একদিনে ৮০০ মামলায় জামিন দিয়েছেন, যা প্রক্রিয়াগতভাবে কীভাবে সম্ভব— তা নিয়ে প্রশ্ন তোলা হয়।

এই অস্বাভাবিক সংখ্যক জামিন অনুমোদনের বিষয়টি নজরে আসার পর প্রধান বিচারপতি তিন বিচারপতির কাছ থেকে ব্যাখ্যা চান বলে জানা গেছে। সুপ্রিম কোর্ট প্রশাসন বিষয়টি যাচাই–বাছাই করছে এবং ব্যাখ্যা পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আদালত সূত্র জানিয়েছে।

আইনি মহলে এ ঘটনাকে বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহির অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে সংশ্লিষ্ট বিচারপতিরা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
‘হযবরল’ যোগাযোগ ব্যবস্থাকে শৃঙ্খলায় আনার তাগিদ প্রধান উপদেষ্টার
ক্যান্সার সচেতনতা বাড়াতে সারাদেশে উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার
পরিবেশ রক্ষা করে সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার
আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফুলকোর্ট সভা
12