চেন্নাইয়ে স্পাইসজেটের বিমানের জরুরি প্রত্যাবর্তন, অক্ষত যাত্রীরা
ভারতের তামিলনাড়ু রাজ্যে স্পাইসজেটের একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের পর মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে ফিরে আসতে বাধ্য হয়েছে। গতকাল রাজ্যের রাজধানী চেন্নাই বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, মাদুরাই থেকে দুবাইগামী ওই বিমানে ১৬০ জন যাত্রী ছিলেন। উড্ডয়নের কিছু সময় পর পাইলট যান্ত্রিক সমস্যা টের পেলে নিরাপত্তার স্বার্থে বিমানটি ফেরানোর সিদ্ধান্ত নেন। চেন্নাই বিমানবন্দর অপেক্ষাকৃত কাছাকাছি হওয়ায় সেখানেই অবতরণ করা হয়।
অবতরণের পর যাত্রী ও ক্রুদের সবাইকে নিরাপদে নামানো হয়। পরে প্রকৌশলীরা বিমানটি পরীক্ষা শুরু করেন।
এর আগে, গত ১২ জুন গুজরাটের আহমেদাবাদে উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই দুর্ঘটনায় পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। লন্ডনগামী সেই বিমানে ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে একমাত্র একজন যাত্রী প্রাণে বাঁচেন।
ভয়াবহ ওই দুর্ঘটনার পর থেকে ভারতের বিভিন্ন বিমান সংস্থার উড়োজাহাজে ধারাবাহিকভাবে ত্রুটি ধরা পড়ছে। সম্প্রতি কলকাতা থেকে শ্রীনগরগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানের জ্বালানি ট্যাংকে লিক ধরা পড়ায় সেটিকে জরুরি অবতরণ করাতে হয় বেনারসের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে।
গত চার মাসে দেশে যান্ত্রিক ত্রুটির কারণে বহু ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়ছে বা বাতিল করতে বাধ্য হচ্ছে, যা নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
মন্তব্য করুন





