যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
 
		
		
		
		
		যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “এই কাঠামো চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে।”
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী।
চুক্তির মাধ্যমে দুই দেশ প্রতিরক্ষা প্রযুক্তি, গোয়েন্দা তথ্য বিনিময়, এবং যৌথ সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, এই ১০ বছর মেয়াদি চুক্তি যুক্তরাষ্ট্র ও ভারতের প্রতিরক্ষা সহযোগিতাকে নতুন মাত্রায় উন্নীত করবে।
চুক্তিটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার কৌশলগত প্রচেষ্টার অংশ বলেও মনে করা হচ্ছে।
সূত্র: রয়টার্স
 
 
 
মন্তব্য করুন







