logo
  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেফতার

অনলাইন ডেস্ক
  ২৭ অক্টোবর ২০২৫, ১৩:৪১

নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আজিজুল ইসলাম আজিজকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

রবিবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর এলাকায় ইমিগ্রেশন পুলিশ ও স্থানীয় থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

তেজগাঁও বিভাগের গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপুলিশ কমিশনার রাকিব খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় পুলিশের সহায়তায় আজিজকে গ্রেফতার করা হয়েছে।

রাকিব খান আরও বলেন, চাঁদাবাজির একটি মামলায় আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সোমবার তাকে আদালতে তোলা হবে এবং তদন্তের স্বার্থে রিমান্ড আবেদন করা হবে।

আজিজুল ইসলাম আজিজ দীর্ঘদিন ধরে শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12