logo
  • রোববার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার বাড়তি শুল্ক প্রত্যাহার

খরচ থাকছে আগের মতোই

অনলাইন ডেস্ক
  ২৫ জানুয়ারি ২০২৫, ১৭:০১
ছবি: সংগৃহীত

মুঠোফোন সিমকার্ড ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর নতুনভাবে আরোপিত সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (২২ জানুয়ারি) এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের ডিজিটাইজেশন কার্যক্রম আরও গতিশীল করা, অনলাইনভিত্তিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন তরুণ প্রজন্ম তৈরি করতেই এই শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এতে করে মোবাইল সেবার খরচ ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ আগের মতোই থাকছে।

এর আগে, গত ৯ জানুয়ারি মোবাইল সেবা ও ব্রডব্যান্ড ইন্টারনেটে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় এনবিআর।
ব্রডব্যান্ড সেবায় প্রথমবারের মতো ১০% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল। ফলে, ৫০০ টাকার সংযোগে গ্রাহকদের বাড়তি ৭৭ টাকা খরচ করতে হতো।
মোবাইল সেবায় ৩% সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হলে, ১০০ টাকার রিচার্জে গ্রাহকদের অতিরিক্ত খরচ হতো প্রায় ১.৭০ টাকা।
এই শুল্কের ফলে মোবাইল সেবার ক্ষেত্রে সরকার ১০০ টাকায় ৫৬ টাকা ৩০ পয়সা আয় করত।

অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের ফলে,মোবাইল রিচার্জ এবং সিম ব্যবহার খরচ বাড়ছে না।
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার মাসিক খরচ আগের অবস্থায় থাকছে।
দেশের ডিজিটাল খাতে ক্রমবর্ধমান অগ্রগতি ধরে রাখার পাশাপাশি গ্রাহকদের আর্থিক চাপ কমাতে সরকারের এই সিদ্ধান্ত প্রশংসিত হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, শুল্ক প্রত্যাহার না করা হলে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে ব্যাঘাত ঘটত এবং ইন্টারনেট সেবার গ্রাহক সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা ছিল।
সরকারের এই পদক্ষেপে ভোক্তাদের পাশাপাশি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও স্বস্তি প্রকাশ করেছে। তারা মনে করছে, এর ফলে ইন্টারনেট খাতে উন্নয়ন ও প্রবৃদ্ধি আরও বাড়বে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
রুশ তেল কেনা বন্ধ না করলে ভারতকে ‘বিপুল শুল্ক’ দিতে হবে: ট্রাম্প
ট্রাম্পের শুল্কের ধাক্কায় রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি ভারত
চীনের ওপর ট্রাম্পের অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা
ট্রাম্পের নতুন ওষুধ আমদানিতে ১০০ শতাংশ শুল্ক
12