ট্রাম্পের শুল্কের ধাক্কায় রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি ভারত

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত উচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানিতে বড় ধস নেমেছে। চলতি বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ২০ শতাংশ কমেছে, আর টানা চার মাসে মোট হ্রাসের হার প্রায় ৪০ শতাংশে পৌঁছেছে।
মে মাসে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ছিল ৮৮০ কোটি ডলার। সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৫৫০ কোটি ডলারে—যা ৩৭.৫ শতাংশ হ্রাস। গত ২৭ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর করে। এর মধ্যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় দিল্লির ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শাস্তিমূলক শুল্কও অন্তর্ভুক্ত ছিল।
দিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই) জানায়, শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্র এখন ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রপ্তানি বাজারে পরিণত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাত হলো শ্রমনির্ভর শিল্প—বিশেষ করে বস্ত্র, রত্ন ও গয়না, প্রকৌশল পণ্য এবং রাসায়নিক খাত।
রপ্তানি কমায় ভারতের বাণিজ্য ঘাটতি সেপ্টেম্বরে বেড়ে ১৩ মাসের সর্বোচ্চ, অর্থাৎ ৩ হাজার ২১৫ কোটি ডলারে পৌঁছেছে। যদিও সংযুক্ত আরব আমিরাত ও চীনের সঙ্গে বাণিজ্য কিছুটা বাড়ায় এই প্রভাব আংশিকভাবে সামাল দেওয়া গেছে।
দুই দেশের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, যা আগামী মাসে চূড়ান্ত হতে পারে। তবে কৃষি ও দুগ্ধজাত পণ্যের মতো কিছু মূল বিষয়ে মতপার্থক্য এখনো রয়ে গেছে।
ওয়াশিংটন ভারতের কৃষি খাতে প্রবেশাধিকার বাড়াতে চায়, কারণ দেশটিকে তারা বড় বাজার হিসেবে দেখে আসছে। কিন্তু ভারত খাদ্য নিরাপত্তা ও ক্ষুদ্র কৃষকদের স্বার্থ রক্ষার যুক্তি তুলে ধরে এই খাতকে সুরক্ষিত রেখেছে ।
বুধবার ট্রাম্প জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন। যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করা। তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনা এখনো চলমান এবং দুই দেশ জ্বালানি সহযোগিতা আরও গভীর করতে আগ্রহ দেখাচ্ছে।
২০২৪ সালে যুক্তরাষ্ট্র ছিল ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৯০ বিলিয়ন ডলার। ট্রাম্প ও মোদি এই অঙ্ককে ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য স্থির করেছিলেন, তবে সাম্প্রতিক শুল্ক ও উত্তেজনা সেই লক্ষ্যকে অনিশ্চিত করে তুলেছে।
মন্তব্য করুন