logo
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

দাদিকে জবাই করে হত্যার পর ফেসবুকে পোস্ট, নাতি আটক

অনলাইন ডেস্ক
  ২৩ অক্টোবর ২০২৫, ১৬:২৪
সন্দেস বেগম। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজের দাদিকে জবাই করে হত্যার অভিযোগে এক নাতিকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে উপজেলার সলঙ্গা থানার চকবরু গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা সন্দেস বেগম (৮৫) চকবরু গ্রামের মৃত নওশের মোল্লার স্ত্রী। আটক নাতি সজিব হাসান (২২) একই গ্রামের আহম্মাদ আলীর ছেলে।

স্বজনদের বরাতে জানা গেছে, গভীর রাতে শয়নকক্ষে প্রবেশ করে সজিব ধারালো অস্ত্র দিয়ে তার দাদিকে হত্যা করে। হত্যার পর সে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘আল্লাহু আকবার’ লিখে একটি পোস্ট দেয়। কিছুক্ষণ পরই আবার পোস্ট করে লেখে, “ইনশাআল্লাহ, একটাও ছাড় পাবে না।”

সজিবের বাবা আহম্মাদ আলী পোস্টগুলো দেখে বিষয়টি বুঝতে পেরে দ্রুত সলঙ্গা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং সজিবকে আটক করে থানায় নিয়ে যায়।

সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সজিব নেশাগ্রস্ত বা মানসিক সমস্যায় ভুগছিলেন। মামলার প্রস্তুতি চলছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও কঠোর শাস্তি দাবি করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12