নিরাপদ সড়ক নিয়ে পাঁচ দফা দাবিতে
ফার্মগেটে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

রাজধানীর ফার্মগেটে নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে তেজগাঁও কলেজ, তেজগাঁও বিজ্ঞান কলেজসহ আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে এ আন্দোলনে অংশ নেন।
বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা ফার্মগেট থেকে তেজগাঁও রেলক্রসিংয়ের দিকের হলি ক্রস গার্লস হাইস্কুল রোডে যান চলাচল বন্ধ করে দেন। সড়কে বেঞ্চ বসিয়ে অবরোধের সৃষ্টি করেন তারা। অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন চলতে দেওয়া হয়নি। এ সময় পুলিশ সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা যায়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত মঙ্গলবার রাতে হলি ক্রস কলেজের সামনে ট্রাকের চাপায় সিফাত নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। প্রশাসনের উদাসীনতা ও ফুটপাত দখলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাঁদের। “ফুটপাত অবৈধভাবে দখল না থাকলে সিফাত আজ বেঁচে থাকত,” বলেন এক শিক্ষার্থী।
এর আগে দুপুরে তারা কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের কারওয়ান বাজারমুখী অংশে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করেন। পরে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ফার্মগেটের ব্যানারে পাঁচ দফা দাবিতে মূল আন্দোলন শুরু হয়।
তেজগাঁও বিজ্ঞান কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নাজমুল বলেন, “স্কুল-কলেজের পাশে তাৎক্ষণিক স্পিড ব্রেকার বসাতে হবে। ফুটপাত দখলমুক্ত করতে হবে। ভারী যান চলাচল নিয়ন্ত্রণ না করলে এমন দুর্ঘটনা থামবে না।”
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি:
১. সড়ক নিরাপত্তা অবকাঠামো: শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে তিনটি স্পিড ব্রেকার, পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার ও ট্রাফিক আইল্যান্ড স্থাপন।
২. ফুটপাত দখলমুক্তকরণ: অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা ও অননুমোদিত বাজার উচ্ছেদ।
৩. পার্কিং আইন কার্যকর: ‘নো পার্কিং জোন’ কঠোরভাবে বাস্তবায়ন।
৪. যানবাহন নিয়ন্ত্রণ: রেলক্রসিং থেকে গির্জা পর্যন্ত ভারী যানবাহন, ট্রাক ও অটোরিকশার প্রবেশ নিষিদ্ধ।
৫. বর্জ্য ব্যবস্থাপনা: নিয়মিত বর্জ্য অপসারণ ও রাস্তায় পরিচ্ছন্নতা বজায় রাখা।
শিক্ষার্থীদের এই আন্দোলনে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হলেও তাদের দাবি সমর্থন করেছেন অনেক পথচারী ও অভিভাবক। সবাই একমত—নিরাপদ সড়ক শুধু শিক্ষার্থীদের নয়, সবার অধিকার।
মন্তব্য করুন