যুব এশিয়ান কাপে ব্রোঞ্জ পদক বাংলাদেশের

বাংলাদেশের কাবাডিতে আনন্দের জোয়ার। দুই দিন আগেই নারী দল প্রথমবারের মতো যুব এশিয়ান গেমসে পদক জিতেছিল। এবার সেই ধারাবাহিকতায় পদক জয় করল পুরুষ দলও।
বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ১০৬–১৭ বিশাল ব্যবধানে জিতে ব্রোঞ্জ পদক অর্জন করেছে তারা।
এবারের আসরে ছেলেদের কাবাডিতে অংশ নেয় সাতটি দল। কঠিন শুরুর পরেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের ছেলেরা। প্রথম ম্যাচে ভারতের কাছে ৮৩–১৯ ব্যবধানে হারের পরই জয়ের ধারায় ফেরে বাংলাদেশ। এরপর ৫৫–৪৮ ব্যবধানে ইরানকে ও ৫৩–৪০ ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায় তারা।
তবে থাইল্যান্ডের বিপক্ষে ৮৯–৪২ ব্যবধানে হেরে ফাইনালের আশা শেষ হয়। কিন্তু লড়াই থামেনি। শেষ দুই ম্যাচে দারুণ পারফরম্যান্সে পাকিস্তানকে ৫৬–২৯ এবং আজ বাহরাইনকে ১০৬–১৭ ব্যবধানে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে বাংলাদেশ।
এর আগে কোনো যুব আসরে পদক জিততে না পারা বাংলাদেশ এবারই প্রথম দুইটি পদক পেয়েছে—একটি নারী দলে, আরেকটি পুরুষ দলে। এই সাফল্যে উচ্ছ্বসিত কাবাডি প্রেমীরা আশা করছেন, ভবিষ্যতে আরও উঁচু মঞ্চে দেখা যাবে লাল-সবুজ পতাকা।
মন্তব্য করুন