logo
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

মা হারালেন মেহের আফরোজ শাওন

অনলাইন ডেস্ক
  ২৩ অক্টোবর ২০২৫, ১৬:২১

জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের মা বেগম তহুরা আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন শাওন নিজেই।

ফেসবুকে শাওন লেখেন, “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি—আমার মা বেগম তাহুরা আলী মারা গেছেন। আল্লাহ তায়ালা যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের এই শোক সহ্য করার শক্তি দেন।”

আজ বৃহস্পতিবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে তাঁর প্রথম জানাজা। দ্বিতীয় জানাজা হবে বাদ মাগরিব তেজগাঁওয়ের রহিম মেটাল সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণে।

মায়ের আত্মার মাগফিরাত কামনা করে শাওন আরও লেখেন, “দয়া করে সবাই আমার মাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।”

বেগম তহুরা আলীর জন্ম ফেনীতে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং হাবীবুল্লাহ বাহার কলেজে শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি রাজনীতিতে যুক্ত হয়ে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জামালপুর–শেরপুর আসনে সংসদ সদস্য ছিলেন। দ্বিতীয় মেয়াদে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ফেনী থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সিটিজেন মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যানও ছিলেন।

তাঁর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গন ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12