শেষ ইচ্ছা জানালেন সাকিব আল হাসান

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল তারকা সাকিব আল হাসান জানালেন নিজের শেষ ইচ্ছা। হোম অব ক্রিকেট মিরপুরে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেই বিদায় নিতে চান তিনি।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই অধিনায়ক বলেন, এখনো আনুষ্ঠানিকভাবে তিনি ক্রিকেটের কোনো ফরম্যাট থেকে অবসর নেননি। সাকিব বলেন, “না, সত্যি বলতে কোনো ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে আমি এখনো বিদায় নেইনি। অবশ্যই, মিরপুরে শেষ ম্যাচ খেলার ইচ্ছা আমার আছে। এটা যতটা না আমার জন্য, তার চেয়ে বেশি সমর্থকদের জন্য।”
গত বছর ভারতের বিপক্ষে সিরিজ চলাকালে টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। পরিকল্পনা ছিল, নিজের শেষ টেস্টটি দেশের মাটিতেই খেলবেন। সরকারের অনুমতি পেয়ে মিরপুর টেস্টের দলে নামও উঠেছিল তার। কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও বিরোধী দলের আন্দোলনের কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত এলেও শেষ পর্যন্ত দেশে ফিরতে পারেননি সাকিব। ফলে বিদায়ী টেস্টটি অনিশ্চয়তার মধ্যেই থেকে যায়।
রাজনৈতিক অস্থিরতা ও মামলার কারণে বর্তমানে তিনি জাতীয় দল থেকে বাইরে। সাবেক সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকায় জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়, যার মধ্যে হত্যা মামলাও রয়েছে। বর্তমানে স্ত্রী ও সন্তানদের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এই অলরাউন্ডার।
তবে ক্রিকেট থেকে পুরোপুরি দূরে নন সাকিব আল হাসান। নিয়মিত খেলছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও স্থানীয় লিগে। সম্প্রতি অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে, যেখানে তিনিই ছিলেন সবচেয়ে বড় আকর্ষণ। সাকিব বলেন, “সত্যি বলতে আমি খুব উপভোগ করেছি। অনেক লোকাল খেলোয়াড়ের সঙ্গে দেখা হয়েছে, যাদের ক্যারিয়ারের শুরুতে দেখেছিলাম। আবারও অনূর্ধ্ব-১৯ সময়ের মতো ক্রিকেটের পরিবেশে ফিরতে ভালো লেগেছে।”
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল এই অলরাউন্ডারের শেষ আশা—মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে সমর্থকদের ভালোবাসায় বিদায় নেওয়া। সেটিই তাঁর জীবনের শেষ ক্রিকেটীয় ইচ্ছা।
মন্তব্য করুন