logo
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  ২৩ অক্টোবর ২০২৫, ১৭:১০

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে জিতে ক্যারিবীয়রা সিরিজে ১-১ সমতা ফেরায়। ফলে আজকের ম্যাচই নির্ধারণ করবে সিরিজের ভাগ্য।

দুই দলই আগের ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে।

বাংলাদেশ একাদশ

মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

শাই হোপ (অধিনায়ক), ব্রান্ডন কিং, অ্যালিক আথানাজে, কেসি কার্টি, শেরফেন রাদারফোর্ড, জাস্টিন গ্রেভস, রোস্টন চেজ, গুদাকেশ মোতি, খারি পাইরি, আকিল হোসেন ও আকিম অগাস্তে।

এ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৯টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ২২টিতে জয় পেয়েছে বাংলাদেশ, ২৫টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, আর দুইটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আজকের ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে মরিয়া স্বাগতিকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12