হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর হবে অবিচার: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, যদি গণহত্যায় নামজদ শেখ হাসিনাসহ আসামিদের বিচার না হয়, তবে জুলাই শহীদ ও আহতদের ওপর অবিচার হবে।
তিনি এ মন্তব্য করেন মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বশেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপনকালে। মামলায় মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে—শেখ হাসিনা সহ তিনজন।
আসাদুজ্জামান বলেন, তিনি কল্পনা করেছিলেন শেখ হাসিনা ন্যায়বিচারের মুখোমুখি হবেন। তিনি তুলে ধরেন, ‘সাহস থাকলে বিচারের মুখোমুখি হোন’—এমন কথাও বলা হয়েছিল। কিন্তু সেই কথাটা তিনি মন থেকেই বলেননি বলেই মনে করেন অ্যাটর্নি জেনারেল।
তিনি আরও বলেন, যদি এসব আসামির শাস্তি নিশ্চিত করা না যায়, তাহলে দেশের আরও অগণিত মানুষের জীবন বিপন্ন হবে। ন্যায়বিচার না হলে মানুষ ইতিহাসের আস্তাকুঁড়ে ভীরু-কাপুরুষ হয়ে রয়ে যাবে বলে সতর্ক করেছেন তিনি। তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা জানান।
ট্রাইব্যুনাল যুক্তি করেন, ন্যায়বিচার নিশ্চিত করা হবে। দুই পক্ষই ন্যায়বিচার পাবে—ট্রাইব্যুনালের মন্তব্যে এটি বলা হয়।
মামলার সাক্ষ্যপ্রক্রিয়ায় জুলাই আন্দোলনে শহীদ পরিবার, আহত ও চিকিৎসকসহ মোট ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। পাশাপাশি রাজসাক্ষী হিসেবে হাজির ছিলেন ওই সময়ের পুলিশ আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি গণহত্যার পেছনের ঘটনা ও নির্দেশদাতাদের নাম উত্থাপন করেছেন।
প্রসিকিউশন জানিয়েছে, এখন পর্যন্ত যেসব সাক্ষ্য ও প্রমাণ দেখানো হয়েছে, তা বিশ্বের যেকোনো আদালতে অপরাধ প্রমাণে যথেষ্ট।
মন্তব্য করুন