logo
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ

অনলাইন ডেস্ক
  ২৩ অক্টোবর ২০২৫, ১৭:৫৯

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে শ্রমিকেরা। বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন এ এ নিট স্পিন লিমিটেডের শ্রমিকরা।

দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই অবরোধে এক ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। এতে দুই দিকেই কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা প্রথমে কারখানার ভেতরেই বিক্ষোভ শুরু করেন। তিন মাসের বকেয়া বেতন না পেয়ে ক্ষুব্ধ হয়ে তাঁরা একপর্যায়ে মহাসড়কে নেমে আসেন ও সড়ক অবরোধ করেন।

অবরোধ চলাকালে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে থানা–পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, “বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করলে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক।”

একজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা অনেক দিন ধরে বেতন চাইছি। মালিকপক্ষ বারবার সময় নিচ্ছে, কিন্তু টাকা দিচ্ছে না। বাধ্য হয়েই শান্তিপূর্ণ আন্দোলনে নামি, কিন্তু পুলিশ গুলি ছোড়ে।”

আরেক শ্রমিক মো. ইব্রাহিম জানান, পুলিশের ধাওয়ার পর শ্রমিকরা ছত্রভঙ্গ হলেও বিকেল পর্যন্ত শ্রমিক প্রতিনিধি ও কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছিল।

শিল্প পুলিশের শ্রীপুর সাবজোন ইনচার্জ আবদুল লতিফ বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছি। কেউ আহত হননি।”

তবে ঘটনার পর কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য দিতে রাজি হয়নি।

শ্রমিকরা জানিয়েছেন, বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12