গোলাম আযম, নিজামী এবং আমিও ক্ষমা চেয়েছি : শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অতীতের সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।
জামায়াত আমির বলেন, “১৯৪৭ সাল থেকে আজ ২২ অক্টোবর ২০২৫ পর্যন্ত আমাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে, আমি তাঁদের সবার কাছে বিনাশর্তে ক্ষমা চাই। আমাদের ভুল হয়েছে, সেটা অস্বীকার করার উপায় নেই।”
তিনি জানান, অতীতেও জামায়াতের পক্ষ থেকে একাধিকবার ক্ষমা চাওয়া হয়েছে। “অধ্যাপক গোলাম আযম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমিও পূর্বে ক্ষমা চেয়েছি। সম্প্রতি এ টি এম আজহার জেল থেকে বের হওয়ার সময়ও আমি বলেছি, যারা আমাদের কারণে কষ্ট পেয়েছেন, আমরা তাঁদের কাছে ক্ষমা চাই,” বলেন ডা. শফিকুর রহমান।
নিজ দলের ভুল স্বীকার করে তিনি আরও বলেন, “আমাদের শত সিদ্ধান্তের মধ্যে ৯৯টা সঠিক হলেও একটা বেঠিক হতে পারে। সেই একটিমাত্র ভুল সিদ্ধান্তেও জাতির ক্ষতি হতে পারে। তাই সেই ক্ষতির জন্য ক্ষমা চাইতে আমার কোনো অসুবিধা নেই।”
নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআরসহ বিভিন্ন বিষয়ে গণভোট প্রয়োজন। রোজার আগে নির্বাচনে কোনো অনিশ্চয়তা নেই।”
তিনি আশ্বাস দেন, “জামায়াত ক্ষমতায় এলে সংবিধান অনুযায়ী সংখ্যালঘুদের অধিকার পুরোপুরি নিশ্চিত করা হবে। সবাই নির্বিঘ্নে থাকবে, এটা আমাদের প্রতিশ্রুতি।”
ডা. শফিকুর রহমানের এই বক্তব্যকে অনেকে জামায়াতে ইসলামীর রাজনীতিতে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা হিসেবে দেখছেন।
মন্তব্য করুন