logo
  • মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

চ্যাম্পিয়নস লিগে বায়ার্নকে উড়িয়ে দিলো বার্সেলোনা

অনলাইন ডেস্ক
  ০৮ অক্টোবর ২০২৫, ১৩:৪১

২০২৫–২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শুরুতেই শক্তির প্রমাণ রাখল বার্সেলোনা নারী দল। ইউরোপের জায়ান্ট বায়ার্ন মিউনিখকে নিজেদের মাঠে ৭–১ গোলে বিধ্বস্ত করে দারুণভাবে নতুন মৌসুম শুরু করেছে গতবারের রানার্স-আপরা।
ম্যাচের শুরু থেকেই বায়ার্নকে চেপে ধরে আক্রমণাত্মক খেলায় নামে বার্সা। মাত্র চারের মিনিটেই প্রথম গোল করেন দলের তারকা মিডফিল্ডার আলেক্সিয়া পুতেলাস, দুর্দান্ত এক শটে বল জালে জড়ান তিনি। এর সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড এভা পায়োর।
রক্ষণ সামলাতে ব্যস্ত বায়ার্ন কিছুটা সময় খেলায় ফেরার চেষ্টা করলেও তাতে লাভ হয়নি। ২৭ মিনিটে ডাচ ফরোয়ার্ড এসমে ব্রাগটসের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩–০।
৩২ মিনিটে ক্লারা বুহলের গোলে ব্যবধান কমায় বায়ার্ন, কিন্তু বিরতির আগ মুহূর্তে সালমা পারালুয়েলার গোলে আবারও লিড বাড়িয়ে নেয় বার্সা।
বিরতির পরও থামেনি বার্সার গোল উৎসব। ৫৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এভা পায়োর। এরপর বদলি হিসেবে নামা ক্লাউদিয়া পিনা মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যাচের চূড়ান্ত রূপ দেন— ৭–১।

এক বছরেরও কম সময়ের মধ্যে প্রতিপক্ষের জালে দ্বিতীয়বার সাত গোল দিল বার্সেলোনার মেয়েরা। এর আগে, ২০২৪ সালের নভেম্বরে অস্ট্রিয়ার সেন্ট পল্টেনকে ৭–০ গোলে হারিয়েছিল কাতালান ক্লাবটি।
চ্যাম্পিয়নস লিগের আরেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালের নতুন মৌসুম শুরু হলো হার দিয়ে। ফরাসি ক্লাব লিঁওর বিপক্ষে ২–১ গোলে পরাজিত হয়েছে গানাররা।
অন্যদিকে, জুভেন্টাস ২–১ গোলে হারিয়েছে বেনফিকাকে।
বার্সেলোনার মেয়েরা দেখালেন, ইউরোপের মঞ্চে এখনো তারাই সবচেয়ে ভয়ংকর দল—প্রতিপক্ষ যেই হোক না কেন, গোলের পর গোলেই তাদের জবাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12