logo
  • রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

রিয়াল মাদ্রিদে আরও স্বস্তিতে এমবাপে, প্রস্তুত বিশ্বকাপ বাছাইয়ের জন্য

অনলাইন ডেস্ক
  ১০ অক্টোবর ২০২৫, ১১:২৮
সংগ্রহীত

ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে জানিয়েছেন, মাদ্রিদে তাঁর জীবন প্যারিসের তুলনায় অনেক বেশি স্বস্তিকর। আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোর আগে তিনি ভালো অবস্থায় আছেন বলেও জানিয়েছেন।

গত মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন এই ফরাসি স্ট্রাইকার। তিনি নিশ্চিত করেছেন যে জাতীয় দলের হয়ে তিনি খেলতে প্রস্তুত।

“কোচ চান আমি খেলি। আমার মনে হয় না কোনো বড় সমস্যা হবে,” বৃহস্পতিবার গণমাধ্যমে একথা বলেন এমবাপে।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ বলেন, “এটি কোনো নিষেধাজ্ঞা নয়; বিষয়টি মূলত তাঁর গোড়ালির অবস্থার ওপর নির্ভর করছে।”

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স শুক্রবার প্যারিসে আজারবাইজান এবং সোমবার আইসল্যান্ডের মুখোমুখি হবে। গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে গিয়ে ডান গোড়ালিতে হালকা চোট পান এমবাপে, যার চিকিৎসা চলছে।

২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তিনি এখন সম্পূর্ণভাবে মাদ্রিদের জীবনে মানিয়ে নিয়েছেন।

তিনি বলেন, “একজন খেলোয়াড়ের ক্যারিয়ারে কঠিন সময়ও আসে। কিন্তু আমি মনে করি, মাদ্রিদের জীবনে আমি ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছি। এটা ফ্রান্সের বিরুদ্ধে কিছু নয়, তবে সত্যি বলতে মাদ্রিদে আমি বেশি স্বস্তিতে আছি। এখানে জীবনযাপন প্যারিসের চেয়ে শান্ত।”

এমবাপে আরও বলেন, “আমি গোল করছি, কিন্তু খেলার দিক থেকেও আমি ভালো মেজাজে আছি। তারপরও মনে করি, আমি আরও ভালো করতে পারি।”

দেশঁ সতর্ক করে দিয়েছেন, আজারবাইজানকে হালকাভাবে না নিতে।

তিনি বলেন, “তারা ইউরোপের সেরা দল নয়, কিন্তু ইউক্রেনের সঙ্গে তারা ড্র করেছে।”

দেশঁ আরও জানান, “তাদের সাতজন খেলোয়াড় কারাবাখ ক্লাবের, যারা চ্যাম্পিয়নস লিগে প্রথম দুই ম্যাচেই জিতেছে।”

ফ্রান্স এখন পর্যন্ত বাছাইপর্বে দুটি ম্যাচে দুটি জয় নিয়ে নিজেদের গ্রুপে শীর্ষে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12