logo
  • শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

বিএনপি কর্মীদের অরাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখার আহ্বান জামায়াতের

অনলাইন ডেস্ক
  ২৯ অক্টোবর ২০২৫, ২০:৩২

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপির কর্মীদের অরাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছে। নওগাঁ, নোয়াখালী ও ঝিনাইদহে জামায়াত কর্মীদের ওপর হামলার প্রতিবাদে পাঠানো এক বিবৃতিতে দলটি এ আহ্বান জানায়।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় দেওয়া ওই বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সম্প্রতি জামায়াতের নারী কর্মীদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, তা দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি এ ঘটনাগুলোকে “ফ্যাসিস্ট পরবর্তী সময়ে অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত” বলে উল্লেখ করেন।

তিনি জানান, ২৮ অক্টোবর নওগাঁ শহরের বোয়ালিয়া এলাকায় জামায়াতের নারী সদস্যদের উঠান বৈঠকে সাব্বির পাপ্পু নামে এক যুবক ঢুকে তর্কে জড়িয়ে বৈঠক পণ্ড করার চেষ্টা করে এবং পরে হামলা চালায়। একই দিন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নে জামায়াতের নারী সদস্যদের এক কুরআন তালিমের ক্লাসে হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর ও নারীদের হেনস্তা করা হয়।

এ ছাড়া ২০ অক্টোবর ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের উত্তরপাড়ায় নারী কর্মীরা গণসংযোগে গেলে স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে ১০–১২ জন দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে ৮ জন আহত হন, যাদের মধ্যে ৫ জন নারী। আহতদের কয়েকজনের বোরকা খুলে নিয়ে লাঞ্ছিত করা হয়। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “নির্বাচনী সমাবেশ, কুরআনের তালিম বা আলোচনা সভা আয়োজন করা নাগরিকের সাংবিধানিক অধিকার। নারী কর্মীদের ওপর হামলা এবং শান্তিপূর্ণ কর্মসূচি পণ্ড করার প্রচেষ্টা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।”

তিনি অভিযোগ করেন, “এ ধরনের হামলা আওয়ামী ফ্যাসিবাদী স্টাইলেরই প্রতিফলন, যা অত্যন্ত ঘৃণিত।” একই সঙ্গে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “তাদের কর্মীদের এ ধরনের অরাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে হবে। না হলে পরিস্থিতির অবনতি হলে জনগণ নিজেরাই প্রতিক্রিয়া দেখাবে।”

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াতে ইসলামী একটি বৈধ নিবন্ধিত রাজনৈতিক দল এবং সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাসী। “আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দলীয় কার্যক্রম পরিচালনা করছি। কিন্তু প্রতিপক্ষ দল ও সন্ত্রাসীরা নারী কর্মীদের ওপর হামলা চালিয়ে ভয়ভীতি ছড়াচ্ছে,” তিনি বলেন।

তিনি হামলায় আহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে সব দলের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির আহ্বান জানান প্রশাসনের প্রতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আগামীকালকের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জামায়াতের
ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে সেনাবাহিনীকে প্রস্তুতির নির্দেশ লেবাননের প্রেসিডেন্টের
আইজিপির সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের সাক্ষাৎ
এমপিওভুক্ত শিক্ষকদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন ৩০ হাজার টাকার প্রস্তাব
12