logo
  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

গোলাম পরওয়ার

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী জামায়াতে ইসলামী

অনলাইন ডেস্ক
  ২৬ মার্চ ২০২৫, ২১:২৬
সংগ্রহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, "যারা বিদেশি প্রভুদের দাসত্বে লিপ্ত, তারাই জামায়াতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে। জামায়াতে ইসলামী মহান মুক্তিযুদ্ধকে সব সময় ধারণ করে এবং সংবিধানের ভূমিকাতেও তা উল্লেখ করেছে।"

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, "জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা ও ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা থামাতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে জামায়াতের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করা হয়। আওয়ামী লীগ এ কাজে সিদ্ধহস্ত।"

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্কিত মন্তব্য করে গোলাম পরওয়ার বলেন, "২৫ মার্চ পাকিস্তানি সেনারা হামলা চালানোর পর ২৬ মার্চ সকালে শেখ মুজিব কি গ্রেপ্তার হলেন, নাকি আত্মসমর্পণ করলেন, তা নিয়ে এখনো ইতিহাসের বিতর্ক আছে। ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর কেন তিনি পাকিস্তানিদের সঙ্গে আলোচনায় বসেছিলেন, সেই ইতিহাস জাতির কাছে অপ্রকাশিত।"

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "জুলাই আন্দোলনের গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন নিতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করেই নির্বাচন দিতে হবে, অন্যথায় পূর্বের মতো বিতর্কিত নির্বাচন হবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12