logo
  • রোববার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

ইলিয়াস কাঞ্চন লন্ডনে চিকিৎসাধীন, চলছে নিয়মিত রেডিওথেরাপি

অনলাইন ডেস্ক
  ২৫ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
ছবি :সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। জানা গেছে, সপ্তাহে পাঁচ দিন তাঁকে টার্গেট রেডিওথেরাপি দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর জামাতা আরিফুল ইসলাম।

দীর্ঘ ছয় মাস ধরে ইলিয়াস কাঞ্চন লন্ডনে অবস্থান করছেন। তিনি বর্তমানে একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় চিকিৎসাধীন। ব্রেন টিউমারে আক্রান্ত এই অভিনেতার শারীরিক অবস্থার উন্নতির জন্য নিয়মিত থেরাপি ও চিকিৎসা চলছে। সপ্তাহের শনি ও রোববার ছাড়া বাকি পাঁচ দিন তাঁকে হাসপাতালে থেরাপি নিতে হচ্ছে।

গত বৃহস্পতিবার ‘নিরাপদ সড়ক চাই দিবস’ উপলক্ষে পূর্ব লন্ডনে ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সদস্যরা।

সহ-অভিনেত্রী সোনিয়া, যিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন, নিয়মিত তাঁর খোঁজ নিচ্ছেন। তিনি বলেন, “চিকিৎসকরা ইলিয়াস কাঞ্চনকে কম কথা বলার পরামর্শ দিয়েছেন। আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।”

জামাতা আরিফুল ইসলাম জানান, “আব্বুর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। ছয় সপ্তাহের রেডিওথেরাপি শেষ হলে আরও চার সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। ডিসেম্বরের শেষ দিকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে আশা করছি।”

তিনি আরও বলেন, সার্জারির পর থেকে ইলিয়াস কাঞ্চনের কথা বলা বেশ কষ্টকর হয়ে পড়েছে। এখন তিনি ছোট ছোট শব্দে সাড়া দেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে ধৈর্য ধরে চিকিৎসা নিতে হচ্ছে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল অসুস্থ অবস্থায় ইলিয়াস কাঞ্চনকে লন্ডনের হারলি স্ট্রিট ক্লিনিকে নেওয়া হয়। তিন মাসের পরীক্ষা-নিরীক্ষার পর ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, পুরো টিউমার অপসারণ সম্ভব নয়, কারণ এতে জীবনহানির ঝুঁকি ছিল। তাই টিউমারের একটি অংশ অপসারণের পর বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চিকিৎসা চলছে। মোট ৩০ দিন এই থেরাপি চলবে, এরপর চার সপ্তাহ পর্যবেক্ষণে থাকবেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12