logo
  • রোববার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

বাংলা ও লাতিন সুরের মেলবন্ধনে ‘ক্যাফে’-তে সুরের জাদু ছড়ালেন তানজির তুহিন

অনলাইন ডেস্ক
  ২৫ অক্টোবর ২০২৫, ১৩:৫০
ছবি :সংগৃহীত

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের সপ্তম গান ‘ক্যাফে’ মুক্তি পেয়েছে, যা শ্রোতাদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তানজির চৌধুরী তুহিন, আর সুর-ছন্দে সহযোগিতা করেছেন ব্রাজিলীয় শিল্পী লিভিয়া মাতোস এবং গৌরব চ্যাটার্জি গাবু।

শুক্রবার রাত সাড়ে আটটায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পায়। ভিডিওর শুরুতেই সুর ও তালের মিশেলে তানজির তুহিনের কণ্ঠ প্রবেশ করে, যা দেখে ও শুনে শ্রোতারা মুগ্ধ হয়ে যান।

প্রায় ৫ মিনিট ৫০ সেকেন্ড দৈর্ঘ্যের এই গানটি শুধুমাত্র সুরের মেলবন্ধন নয়—এতে ফুটে উঠেছে আবেগ ও অনুভূতির গভীরতা। এখানে বাংলা সুরের সঙ্গে লাতিন জ্যাজের অপূর্ব সংমিশ্রণ ঘটেছে। শুভেন্দু দাস শুভর সংগীতায়োজনে একসঙ্গে ধ্বনিত হয়েছে এফ্রো-কিউবান জ্যাজ, লাতিন সালসা এবং বাংলা গানের পঙ্‌ক্তি। গাবুর ছন্দ, লিভিয়ার অ্যাকর্ডিয়ন সুর এবং তুহিনের কণ্ঠ গানটিকে দিয়েছে এক অনন্য মাত্রা—সব মিলিয়ে মনে হয় যেন এক উষ্ণ, প্রাণবন্ত ক্যাফেতে বসে আছি!

গানটি শুনে দর্শকদের প্রতিক্রিয়াও ছিল দারুণ ইতিবাচক। বিশেষ করে তানজির তুহিনকে আবারও কোক স্টুডিওয় দেখে অনেকে চমকে গেছেন—অনেকে লিখেছেন, “আরে তুহিন ভাই!”। কেউ কেউ মন্তব্য করেছেন, গানটির লাতিন ধাঁচ তাদের ফিরিয়ে নিয়েছে আশির দশকের স্মৃতিতে—“এইট্টিনএস’এর নস্টালজিয়া ফিরে এল লাতিন ভাইবের সঙ্গে।”

প্রকাশের সময় কোক স্টুডিও বাংলা তাদের ক্যাপশনে লিখেছে—

“একটা ক্যাফে, যেন হাজারো ছোট গল্পের বই। যেখানে শব্দগুলো ধীরে ধীরে মিলিয়ে যায়, চোখে চোখে থেমে থাকে কিছু কথা। অগোছালো নস্টালজিয়ায় মোড়ানো সেই স্মৃতিগুলিই ‘ক্যাফে’। প্রতিটি টেবিল একেকটি অধ্যায়—কখনও শুরু, কখনও শেষ, কখনও নিঃশব্দ অপেক্ষা।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ছাপা পত্রিকা পড়েন না ৭৩ শতাংশ মানুষ, অনলাইনে ঝুঁকছেন পাঠকরা
12