৩০ কোটিতে বানিয়ে ৩০০ কোটির ধামাকা! দুলকার সালমানের প্রযোজনায় রেকর্ড গড়া মালয়ালম সিনেমা এখন ওটিটিতে
ছবি :সংগৃহীত
গত ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সাধারণ দর্শক থেকে সমালোচক—সবাইয়ের প্রশংসা কুড়িয়েছে এই মালয়ালম সিনেমাটি। সম্প্রতি এটি ওটিটিতেও মুক্তি পেয়েছে। মাত্র ৩০ কোটি টাকার বাজেটে নির্মিত ছবিটি আয় করেছে ৩০০ কোটিরও বেশি, যা এখন পর্যন্ত সর্বাধিক আয় করা মালয়ালম চলচ্চিত্র হিসেবে রেকর্ড গড়েছে। দুলকার সালমানের প্রযোজনায় নির্মিত এই ফ্যান্টাসি ড্রামায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন কল্যাণী প্রিয়দর্শন। আরও রয়েছেন স্যান্ডি, অরুণ কুরিয়ান ও নাসলেন। ছবিটির পরিচালনা করেছেন ডমিনিক অরুণ। কাহিনির অনুপ্রেরণা এসেছে কেরালার লোককথার কিংবদন্তি চরিত্র ‘কল্লিয়ানকাট্টু নীলি’-এর গল্প থেকে।
মন্তব্য করুন


