logo
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে নেদারল্যান্ডসের এনআইএমডি প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক
  ২৩ অক্টোবর ২০২৫, ১৮:০৯

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সংস্থা নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসি (এনআইএমডি)–এর প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এনআইএমডি নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে পরিচালিত একটি বেসরকারি সংস্থা, যার লক্ষ্য বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করা ও রাজনৈতিক অংশগ্রহণকে উৎসাহিত করা।

বৈঠকে এনআইএমডির পক্ষ থেকে অংশ নেন প্রোগ্রাম ও নলেজ অ্যাডভাইজার তাইউহ নেঙ্গে, হেড অব পজিশনিং মিসেস হেলিন শ্রোয়েন এবং সিনিয়র প্রজেক্ট ম্যানেজার (এএইচইএডি বাংলাদেশ) মোহাম্মদ সাহিল।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক সহায়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, রাজনৈতিক পরিবেশ ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। উভয় পক্ষই শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাজনীতির গুরুত্বের ওপর জোর দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
১৫ বছরের কর্মকর্তারা ১৫ মাসে পরিবর্তন হবেন না : মঈন খান
বড় দলগুলো এসপি-ডিসি পদ ভাগ-বাঁটোয়ারা করছে। এভাবে চলতে থাকলে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হবে
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির
এ মাসেই চূড়ান্ত হবে বিএনপির ২০০ আসনের প্রার্থী
12