সচিবালয়ের সামনে খোলা গর্তে ঝুঁকিতে পথচারী ও যানবাহন
রাজধানীর সচিবালয়ের সামনে রাস্তায় দীর্ঘদিন ধরে রয়েছে একটি খোলা গর্ত। রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটির গোড়ায় তৈরি হয়েছে বড় ফাঁকা জায়গা। যে কোনো মুহূর্তে সেখানে ঘটতে পারে দুর্ঘটনা।

ছবি: সচিবালয় এলাকা থেকে তোলা।
স্থানীয়দের অভিযোগ, প্রায় এক মাস ধরে গর্তটি খোলা অবস্থায় রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। ফলে পথচারী ও যানবাহন চালকরা আতঙ্ক নিয়ে রাস্তাটি ব্যবহার করছেন।
রাজধানীর এমন গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাব নগরবাসীর নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে বলে অভিযোগ উঠেছে।
মন্তব্য করুন


