logo
  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২

”একাধিক দেশের পাসপোর্টধারী”-কাদের ইঙ্গিত করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

রাজনৈতিক ডেস্ক

  ০৯ অক্টোবর ২০২৫, ১৭:১৬
AI

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে একটি পোস্টে মন্তব্য করেছেন যে, একাধিক দেশের পাসপোর্ট ও নাগরিকত্ব গ্রহণ করা ব্যক্তিরাই অন্যদের সেফ এক্সিটের (নিরাপদ প্রস্থান) তালিকা তৈরি করছেন।

আজ বুধবার রাতে ফেসবুকে পোস্টটি করেন আসিফ। তিনি বলেন,

“যাদের একাধিক দেশের পাসপোর্ট, নাগরিকত্ব নেওয়া, তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা করে।”

আসিফ আরও বলেন,

“যারা ৫ আগস্ট পালিয়েছিল, তাদের সিমপ্যাথাইজাররা কষ্টে মরে যাচ্ছে। বারবার ফ্যাসিস্টদেরই পালাতে হবে। আমাদের জন্ম এদেশে মৃত্যুও এদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট, খুনিদের সাথে লড়তে লড়তে আমার ভাইদের মতো শহীদী মৃত্যুই কামনা করি।”

সম্প্রতি সেফ এক্সিট বিষয়টি দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এক সাক্ষাৎকারে বলেছিলেন, কিছু উপদেষ্টা রাজনৈতিক দলের সাথে লিয়াজোঁ করে নিজেদের সেফ এক্সিট ভাবছেন।

এই বিষয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের প্রশ্নে বলেন,

“তার (নাহিদ ইসলামের) বক্তব্য সাবস্ট্যান্টসিয়েট করতে হবে, আমার খণ্ডানোর বিষয় নয়।”

এদিকে, সারজিস আলম, এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, দাবি করেছেন, কিছু উপদেষ্টা দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে চাচ্ছেন। তিনি বলেন,

“অভ্যুত্থান–পরবর্তী সরকার কাজ করতে পারে না, তারা শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছেন। তারা যদি এখন জীবন থ্রেটের ভয় করেন, তাহলে দায়িত্ব নেবার উচিত ছিল না।”

এরপরই ফেসবুকে স্ট্যাটাস দেন আসিফ মাহমুদ। প্রশ্ন উঠছে, তিনি একাধিক দেশের পাসপোর্টধারী কে বা কাদের ইঙ্গিত করেছেন?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12