logo
  • রোববার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

ঢাকা ওয়াসায় ৮৩ পদে বড় নিয়োগ, আবেদন শেষ ২৬ অক্টোবর

অনলাইন ডেস্ক
  ২৫ অক্টোবর ২০২৫, ১৭:১৬

রাজধানীর পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা) ২৭টি ক্যাটাগরিতে মোট ৮৩টি পদে নিয়োগ দিচ্ছে। অনলাইনে আবেদন চলছে, শেষ সময় আগামী ২৬ অক্টোবর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন পদে স্নাতক থেকে শুরু করে ডিপ্লোমা ও এইচএসসি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। প্রশিক্ষক, সহকারী প্রকৌশলী, হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী পরিবেশবিদ, রাজস্ব কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী, সহকারী রসায়নবিদ, ব্যক্তিগত সহকারী, ল্যাব টেকনিশিয়ানসহ নানা পদে এই নিয়োগ দেওয়া হবে।

বেতন স্কেল ৮,২৫০ থেকে ৬৩,৪১০ টাকা পর্যন্ত। বেশিরভাগ পদের জন্য বয়সসীমা ৩২ বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম:
প্রার্থীদের অনলাইনে ঢাকা ওয়াসার ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারিত হয়েছে—উচ্চ পদে ২২৪ টাকা, মাঝারি পদে ১১২ টাকা এবং সহায়ক পদে ৫৬ টাকা (ভ্যাট-ট্যাক্সসহ)।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনে পদসংখ্যা পরিবর্তন বা বিজ্ঞপ্তি আংশিক/সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা তাদের সংরক্ষিত রয়েছে।

আবেদন করতে চাইলে সময় আছে আর মাত্র দুই দিন। আগ্রহীরা দ্রুত অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12