কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন–১ শাখার সিনিয়র সহকারী সচিব শাকিলা পারভিন স্বাক্ষরিত এক সরকারি চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।
চিঠিতে জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর দিয়ে কোনো আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট পরিচালনা করা যাবে না। পাশাপাশি আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট পুনরায় চালুর আগে নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট, ইমারজেন্সি বা ডাইভারশন ফ্লাইটের ক্ষেত্রেও এই বিমানবন্দর ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কক্সবাজার বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
এর আগে, গত ২৬ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করা হয়। চলতি বছরের ২ অক্টোবর থেকে দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোকে কক্সবাজার হয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমতির বিষয়ে চিঠি দেওয়া হয়েছিল। পরবর্তীতে ১২ অক্টোবর বিমানবন্দরটিকে আনুষ্ঠানিকভাবে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ ঘোষণা করা হয়।
মন্তব্য করুন


