সাংবাদিক মোদাব্বেরকে বুকে জড়িয়ে দুঃখ প্রকাশ করলেন বিএনপি নেতা আব্দুস সালাম
সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেনকে বুকে জড়িয়ে ধরে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সোমবার (৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এ ঘটনা ঘটে।
সালাম বলেন, “আমি দুঃখ প্রকাশ করছি। ভিড়ের মধ্যে এমন একটা ঘটনা ঘটেছে, যা হওয়া উচিত ছিল না। আমি উনাকে খুব ভালোবাসি, উনি সিনিয়র মানুষ। এরকম ঘটনা ঘটানো ঠিক হয়নি। যেটা ঘটেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”
এসময় সাংবাদিক মোদাব্বের হোসেন বলেন, “এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। সালাম সাহেবের সঙ্গে আমার সম্পর্ক ভালো। উনি বিএনপি নেতা, আমার পরিবারও বিএনপির সঙ্গে জড়িত। আমাদের বিরোধীরা বিষয়টি কাজে লাগানোর চেষ্টা করেছে। কিন্তু সালাম ভাই আমাদেরই মানুষ—ওনার সম্মানই আমার সম্মান। আমি এতে কোনো মনঃকষ্ট রাখিনি।”
ঘটনার পর উভয়ের আন্তরিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে বিষয়টির অবসান ঘটে।
মন্তব্য করুন





